ফেচ কি ? সোয়াস ও ব্যাকওয়াশ এর ধারণা দাও । উপকূল রেখা এবং তার ভূমির মধ্যে পার্থক্য লেখ

                    


* ফেচ কি ? সোয়াস ও ব্যাকওয়াশ এর ধারণা দাও । উপকূল রেখা এবং তার ভূমির মধ্যে পার্থক্য লেখ । 


উঃ )        ফেচ 


        ফেচ বলতে সমুদ্রের উন্মুক্ত তাকে বোঝায় । উদ্মুক্ত সমুদ্রের বাতাস বাধাহীনভাবে যতখানিদূরত্ব  অতিক্রম করে , সেই দূরত্বকে বলে ফেচ । সমুদ্র তরঙ্গ সৃষ্টির অন্যতম কারণ হলো  বায়ুপ্রবাহ । অথবা , বায়ুর গতিবেগ নির্ভর করে সমুদ্রের  উন্মুক্ত্ততার ওপর । আবদ্ধ সমুদ্রে বায়ুর গতিবেগ কম হলে সমুদ্র তরঙ্গ ছোট হয় । কিন্তুুুুুু ফেচ  বড় হলে বায়ুর গতিবেগ বাড়ে, ফলে সমুদ্রতরঙ্গও বড় হয় । 



  সোয়াশ ও বাকওয়াস 


 প্রবল বায়ু প্রবাহের ফলে অনুপ্রস্থ তরঙ্গ অনুদৈর্ঘ্য তরঙ্গের রূপান্তরিত হয় এবং সমুদ্রের দিক থেকে ধাবিত হয়ে বেলা ভূমির দিকে আছড়ে পড়ে একে সোয়াশসম্মুখ তরঙ্গ বলে । 

সোয়াশ বা সম্মুখ তরঙ্গ সমুদ্র উপকূলে আছড়ে পড়ার পর তটভূমির ঢাল বেয়ে পুনরায় অন্তং তরঙ্গ রূপে সমুদ্রে ফিরে যায় । এইরূপ তরঙ্গ কে বাকওয়াস বা প্রত্যাবর্তনকারী তরঙ্গ বলে ।



সামুদ্রিক প্রক্রিয়াসমূহ ও সংশ্লিষ্ট ভূমিরূপhttps://geography0786.blogspot.com/2022/12/blog-post_46.html



Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post