* সাম্প্রতিককালের ইতিহাস চর্চায়়সাধারণ মানুষের কোন কোন দিকগুলি গুরুত্ব সহকারে স্থান লাভ করেছে ?
উঃ)
সাম্প্রতিককালের ইতিহাস চর্চায় সাধারণ মানুষ
ভূমিকা : বিগত শতকেও ইতিহাস চর্চায় মূলত রাজারাজরা , সমাজের উচ্চবর্গ , অভিজাত শ্রেণি , সামন্তপ্রভু , জমিদার প্রমুখের নানা ঘটনা বলি আলোচনার প্রধান বিষয়বস্তু ছিল । কিন্তু সাম্প্রতিককালে সমাজের সাধারণ মানুষের নানা দিক ইতিহাসের আলোচনায় গুরুত্ব পেতে শুরু করেছে ।
যেমন—
(১) মানুষের বাঁচার তাগিদ : যুদ্ধ বিগ্রহ এবং বিভিন্ন রাজনৈতিক ঘটনাবলীর আড়ালেে সমাজের সাধারণ মানুষ কিভাবে বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে তা বর্তমান কালে ইতিহাসের আলোচনা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ।
(২) জীবনের চিত্র : সমাজের উচ্চ বর্গের পাশাপাশি নিম্নবর্গের মানুষের জীবনের ঘটনাবলী সাম্প্রতিককালে ইতিহাস চর্চাচার অন্যতম বিষয়বস্তু হয়ে উঠেছে । রাষ্ট্র , সমাজ , ধর্ম , রাজনীতি , অর্থনীতি প্রভৃতি বিভিন্ন বিষয়ে সাধারণ মানুষেের ভূমিকা নিয়ে বর্তমানে চর্চা বৃদ্ধি পেয়েছে ।
(৩) শিল্প সংস্কৃতি : রাজারাজড়াদের যুদ্ধবিগ্রহের পাশাপাশি বর্তমানকালে সাধারন মানুষের শিল্প সংস্কৃতি চর্চা ও গুরুত্বের সঙ্গে ইতিহাসে আলোচিত হতে শুরু করেছে । সাধারণ মানুষের জীবনের সমাজ , খেলাধুলা , পোশাক পরিচ্ছদ , খাদ্যভাস , দৃশ্যশিল্প , চিত্রকলাা প্রভৃতি বিষয়গুলি নিয়ে ইতিহাস চর্চা আজকাল বেড়েছে ।
(৪) লড়াই : সাধারণ মানুষের নানা লড়াই এর ফলে রাষ্ট্র ও সমাজের কিরূপ পরিবর্তন সাধিত হয়েছে সে সব বিষয় বর্তমানে ইতিহাস চর্চায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
(৫) বিবর্তন : প্রাচীনকাল থেকে সাধারণ মানুষের হাত ধরেই বিজ্ঞান , প্রযুক্তি , ধর্ম প্রভৃতি বিষয়গুলির বিবর্তন ঘটেছে । বর্তমান যুগের ইতিহাস চর্চায় সেসব বিষয়ক গুরুত্ব পাচ্ছে ।
Post a Comment