* নারী ইতিহাস চর্চার বিভিন্ন ধারাগুলি আলোচনা করো । অথবা , নারী ইতিহাসের ওপর একটি টীকা লেখ ।
উঃ)
নারী ইতিহাস চর্চার বিভিন্ন ধারা
ভূমিকা : ইতিহাসের বিষয়বস্তু সমগ্র মানবজাতি , যার অর্ধেক অংশ হলো নারী । অথচ বিগত শতাব্দীতেও ইতিহাস চর্চায় নারী জাতিকে পুরুষের সমান গুরুত্ব দিয়ে আলোচনা করা হতো না । ইতিহাসে নারী কি ভূমিকা পালন করেছে তা নিয়ে বর্তমান কালে চর্চা শুরু হয়েছে । এই চর্চায় হল নারী ইতিহাস ।
(১) ইতিহাসে নারীর ভূমিকা : যুগে যুগে ইতিহাসে নারীর অসামান্য অবদান রয়েছে। । নেফারতিতি , ক্লিওপেট্রা , রাজিয়া , নুরজাহান , দুর্গাবতী প্রমুখ নারী নিজের যোজ্যতার দ্বারা প্রাচীন ও মধ্যযুগে রাজনৈতিক ক্ষমতার অসীম আঁধারে পরিণত হয়েছিলেন । বিংশ – এক বিংশ শতকেও বিভিন্ন দেশের সমাজ , রাজনীতি , অর্থনীতির ওপর বিশ্বের বিভিন্ন নারী প্রাধান্য বিস্তার করেছেন ।
(২) ইতিহাসে নারীর বঞ্চনা : ইতিহাসের আলোচনায় পুরুষের আন্দোলন , যুদ্ধ , রাজনীতি , কূটনীতি প্রভৃতি গুরুত্ব পেলেও নারীদের নেতৃত্ব , অধিকার , দাবি দাওয়া , আন্দোলন , মর্যাদা , শিক্ষা সংস্কৃতি প্রভৃতির যথেষ্ট আলোচনা ইতিহাসে করা হতো না ।
(৩) নারী ইতিহাস চর্চার সূত্রপাত : ইতিহাসে নারীদের ভূমিকা নিয়ে আধুনিক কালে গবেষকদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটছে এবং পুরুষের সঙ্গে নারী ইতিহাসের চর্চা ও গুরুত্ব পেতে শুরু করেছে। ১৯৭০ এর দশক থেকে নারীর ইতিহাস চর্চার সূত্রপাত ঘটেছে ।
(৪) পাশ্চাত্য নারী ইতিহাস চর্চা : সম্প্রতি পাশ্চাত্য নারীবাদী ইতিহাস চর্চাবিষয়ক বিভিন্ন গ্রন্থ প্রকাশিত হয়েছে । এগুলি লিখেছেন জোয়ান কেলি , বেটি ফ্রিডাম , জুডীথ বাটলার প্রমুখ গবেষক ।
(৫) ভারতে নারীর ইতিহাস চর্চা : ভারতে নারী ইতিহাস চর্চা করেছেন নারী দেশাই , বি আর নন্দ , কমলাভাসিন , প্রমুখ ইতিহাসবিদ এবং বাংলায় দীনেশ চন্দ্র সেন , রামেন্দ্র চৌধুরী , প্রমুখ ইতিহাসবিদ এই ব্যাপারে চর্চা করেছেন ।
Post a Comment