University Education Commission 1948–49 -January 19, 2023 বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন ? ওই কমিশনের রিপোর্টটি কত খ্রিস্টাব্দে সরকারের কাছে পেশ করা হয় ? ওই কমিশন উচ্চ শিক্ষার যেসব লক্ষ্য নির্ধারণ করেছে , তা আলোচনা করো | অথবা , বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন 1948 – 49 খ্রিস্টাব্দে উচ্চশিক্ষার লক্ষ্য সম্পর্কে যে সুপারিশ করে , সেগুলি আলোচনা কর ।