সামুদ্রিক প্রক্রিয়া সমূহ ও সংশ্লিষ্ট ভূমিরূপ | দ্বাদশ শ্রেণী

 

               

সামুদ্রিক প্রক্রিয়া সমূহ ও সংশ্লিষ্ট ভূমিরূপ
সামুদ্রিক প্রক্রিয়া সমূহ ও সংশ্লিষ্ট ভূমিরূপ







* বিনাশকারী তরঙ্গ ও গঠনকারী তরঙ্গ কাকে বলে ? এদের মধ্যে পার্থক্য লেখ । 


উঃ)   বিনাশকারী তরঙ্গ :      সুনামি অথবা প্রবল ঝড়ের প্রকোপে উত্তাল সম্মুখ তরঙ্গ সমুদ্র উপকূলে আছড়ে পড়ে । ওই তরঙ্গ মাধ্যাকর্ষণ শক্তির অনুকূল সমুদ্রবেক্ষণ ঢালবে অন্তংতরঙ্গ বা ব্যাকওয়াশ রূপের প্রবল গতিতে সমুদ্রের দিকে ফিরে আসে । এক্ষেত্রে সম্মুখ তরঙ্গ অপেক্ষা কীর্তি তরঙ্গের শক্তি বেশি থাকে এই ব্যকওয়াস তরঙ্গ ক্ষয়িত পদার্থ সমূহকে গভীর সমুদ্রে টেনে নিয়ে যায় । এই তরঙ্গের প্রভাবে উপকূল ভাগ অধিক মাত্রায় ক্ষয়প্রাপ্ত হওয়ায় একে বিনাশকারী তরঙ্গ বলে ।

গঠনকারী তরঙ্গ : অপেক্ষাকৃত শান্ত সম্মুখ তরঙ্গ শেষ শক্তিতে বেলাভূমির উপর আছড়ে পড়ে ব্যাক ওয়াজ বা অন্তম তরঙ্গ রূপে সমুদ্রে ফিরে যাওয়ার সময় তার সেই শক্তি থাকে না । সৌম্যক তরঙ্গের দ্বারা বেলাভূমির উপর বয়ে আনা বালি ও নূরী  ইত্যাদিতে বাধা পেয়ে বাকওয়াস দুর্বল হয়ে যায় ফলে সঞ্চিত পদার্থ সমূহ কে সমুদ্রের গভীরে টেনে নিয়ে যেতে পারে না । এই ধীর গতিসম্পন্ন সম্মুখ তরঙ্গ পদার্থের সঞ্চয় ঘটিয়ে প্রশস্তভূমি গঠন করে বলে একে গঠনকারী তরঙ্গ বলে ।


* বিনাশকারী তরঙ্গ ও গঠনকারী তরঙ্গের মধ্যে পার্থক্য লেখ ? 

উঃ) কোশ্চেনটির উত্তর নিজে থেকে করো, যদি উত্তর না করতে পারো তাহলে কোশ্চেনটি লিখে একটি কমেন্ট করো উত্তরটি পেয়ে যাবে। তোমরা তো জানোই বন্ধুরা, ভূগোলের অনেক কোশ্চেন থাকে সেই জন্য সবার আনসার করে দেওয়া সম্ভব নয়। 


* সমুদ্র তরঙ্গ কাকে বলে ? তরঙ্গ সৃষ্টির কারণ গুলি কি কি ? সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য কি কি ? 



উঃ ) এখানেও একই কথা বললাম উত্তরটি নিজে থেকে করো যদি না পাও তাহলে কোশ্চেনটি লিখে কমেন্ট করো উত্তরটি পেয়ে যাবে। 

* সমুদ্রস্রোত সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য লেখ ? 



* সামুদ্রিক ক্ষয় নিয়ন্ত্রণ গুলি কি কি ? সমুদ্র তরঙ্গ কোন কোন প্রক্রিয়ায় উপকূলের ক্ষয় সাধন করে ? 



* সম্মুখ তট ভূমি ও পশ্চাত্তর ভূমি মধ্যে পার্থক্য লেখ ? 



* উপকূল রেখাও তার ভূমির মধ্যে পার্থক্য লেখ ? 








Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post