বাংলা চিত্রকলার ইতিহাসে জয়নাল আবেদীনের অবদান আলোচনা করো | দ্বাদশ শ্রেণী

                           চিত্রকলার ইতিহাস




* বাংলা চিত্রকলা চর্চার ইতিহাসে জয়নাল আবেদীনের অবদান আলোচনা কর ? 

উঃ)  ১৯৪৩ বাংলা দুর্ভিক্ষ নামে বিখ্যাত চিত্রগুলির শিল্পী জয়নাল আবেদীনের জন্ম বর্তমান বাংলাদেশের ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জে ।   তিনি কলকাতা গভারমেন্ট আর্ট স্কুল থেকে ১৯৩৩ খ্রিস্টাব্দে পাশ করেন । প্রথমে তার আকার বিষয়বস্তু ছিল প্রধানত রোমান্টিক ল্যান্ডস্কেপ ও বর্ণময় উপজাতি মহিলা ।  দ্বিতীয় মহা যুদ্ধের সময় ১৯৪৩ খ্রিস্টাব্দে সারা বাংলাদেশ জুড়ে দুর্ভিক্ষের যে বিভীষিকা তিনি দেখেন তা তার শিল্পকর্মকে ব্যাপকভাবে প্রভাবিত করে ।


ম্যাডোনা ১৯৪৩ ছবিতে দুর্ভিক্ষের শিকার কঙ্কালসার মৃত্যু বরযাত্রী সন্তানের শ্রদ্ধা মৃত মায়ের বুক থেকে সুধা টেনে নেওয়া । একান্তিক চেষ্টা নির্মম দুঃস্থকে তিনি ফুটিয়ে তোলেন দেশ বিভাগের পর তিনি করাচিতে পাকিস্তান সরকারের আর্ট বিভাগে যোগ দেন এখানে থাকার সময় আবেদিন ঢাকায় আর ইনস্টিটিউশন পরিকল্পনা করেন । ১৯৪৭ খ্রিস্টাব্দে ঢাকায় ৮ ও ক্রাফর্ট কলেজের প্রতিষ্ঠিত হয় এবং 1949 খ্রিস্টাব্দে তিনি তার অধ্যক্ষ হন । 

১৯৬৩ খ্রিস্টাব্দে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ ফাইন আর্ট এর দিন পদ লাভ করেন ১৯৭১ খ্রিস্টাব্দে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কলকাতা ও ঢাকার মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদানের সময় কলকাতায় তার আঁকা ছবির একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয় । এইসব ছবির মধ্যে দিয়ে তিনি বাংলাদেশের যুদ্ধ বিধবস্ত মানুষের অবস্থা দেখিয়েছেন । 




Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post