* বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সত্যজিৎ রায়ের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো ?
উঃ) ১৯৪৭ এ দেশভাগের পরে বাংলা চলচ্চিত্রের বাণিজ্যিক দুঃখ সময়ে সত্যজিৎ রায় ( ২.৫.১৯২১–২৩.৪.১৯৯২ )- এর আবির্ভাব বিশেষ তাৎপর্যপূর্ণ । তার হাতে একের পর এক ছবি আন্তর্জাতিক সম্মান অর্জন করে ।
বাংলা চলচ্চিত্রের সর্বসাচি সত্যজিৎ রায় শিল্প , সাহিত্য ও সংগীত আর যন্ত্র এই চারটে জিনিসের বেল বন্ধন ঘটিয়ে সিনেমা প্রেমী দর্শকদের মুগ্ধ করে বাংলা চলচ্চিত্রে সাফল্য এনে দিয়েছেন।
১৯৫৫ খ্রিস্টাব্দে ২৬ আগস্ট মুক্তি পাওয়া সত্যজিৎ রায়ের ' পথের পাঁচালী ' র প্রথম প্রদর্শন হয় নিউওয়ার্কের মিউজিয়াম অফ মডার্ন আর্ট এ । কলকাতায় সিনেমাটি বিপুল জনপ্রিয়তা পায় । কান চলচ্চিত্র উৎসবে ' পথের পাঁচালী ' পুরস্কৃত হয় । এরপর অপরাজিত ( ১৯৫৬ ) 'অপুর সংসার ' ( ১৯৫৯ ) চলচ্চিত্র নির্মাণের মধ্য দিয়ে সম্পূর্ণ করেন সত্যজিৎ রায় । অপরাজিত ভেনিস চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয় ।
অপুর সংসারে অভিনয় সূত্রে বাংলা চলচ্চিত্রে আগমন ঘটে সৌমিত্র চট্টোপাধ্যায় । অপরাজিত আর অপুর সংসারের মধ্যবর্তী সময়ে সত্যজিৎ রায় দুটি অসামান্য চলচ্চিত্র নির্মাণ করেন ' জলসাঘর ' এবং ' পরশপাথর ' । রবীন্দ্রনাথের তিনটি ছোট গল্প নিয়ে ' তিন কন্যা ' , নষ্টন এর উপন্যাস অবলম্বনে ' চারুলতা পরবর্তীতে , এছাড়াও প্রভাত কুমার মুখোপাধ্যায়ের কাহিনী নিয়ে দেবী সরবিন্দু বন্দ্যোপাধ্যায়ের কাহিনী নিয়ে চিড়িয়াখানা শংকর উপন্যাস নিয়ে সীমাবদ্ধ তৈরি করেন তিনি । সত্যজিৎ রায় সুনীল গঙ্গোপাধ্যায়ের দুটি উপন্যাস 'অরণ্যের দিনরাত্রি ' এবং প্রতিদ্বন্দ্বী রও চলচ্চিত্রায়ন করেন নিজের কাহিনী নিয়ে ।
বিশেষত শেষ একটি বক্তব্যের গভীরতায় বড়দেরও ভাবনার সিনেমা হয়ে ওঠে সত্যজিৎ রায় তার পরিচালিত সিনেমায় শুধু কাহিনী বা চিত্রনাট্য রচনা তেই নয় , সংগীত পরিচালনাতে ও সমান দক্ষতা দিয়েছিলেন । ' তিন কন্যা ' , ' নায়ক ' , ( ১৯৬৬ ) ' চারুলতা' হীরক রাজার দেশে ইত্যাদি ছবিতে তিনি সংগীত পরিচালনা করেন । সত্যজিৎ রায়ের তৈরি উল্লেখযোগ্য তথ্য চিত্র ' রবীন্দ্রনাথ' , ' সুকুমার রায় ' প্রভৃতি । তিনি ফ্রান্সের সর্বোচ্চ অসামরিক সম্মান ' লিজিয়ন অব অনার ' এ ভূষিত হন । নিউইয়র্কের একাডেমী অফ মোশন পিকচারস কর্তৃক লাইফ টাইম অ্যাচিভমেন্টের জন্য বিশেষ অস্কার সম্মান ভারতরত্ন সম্মানসহ ভারতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্র থেকে তিনি শতাধিক পুরস্কার ও সম্মান পান ।
Post a Comment