* মাল্টিপ্লেক্সার কি ধরনের সার্কিট ?
উঃ ) মাল্টিপ্লেক্সার হলো একটি কম্বিনেশনাল সার্কিট ।
* হাফ এডার এর ক্ষেত্রে 1+1= ?
উঃ) 1+1— বিয়োগফল = 1 এবং বরো =1
* ৩টি সিলেকশন ইনপুট লাইন বিশিষ্ট একটি ডিমাল্টিপ্লেক্সারের আউটপুট লাইনের সংখ্যা কত ?
উঃ) ৩টি সিলেটসন ইনপুট লাইন বিশিষ্ট একটি ডি মাল্টিপ্লেক্সার এর আউটপুট লাইনের সংখ্যা হল ৮ ।
* একটি হাফ সাবট্রাক্টরে কতগুলি ইনভার্টার থাকে ?
উ) একটি হাফ সাব ট্রাকটারে একটি ইনভার্টার থাকে
* ডিকোডার ও এনকোডার এর মধ্যে একটি পার্থক্য লেখ ?
উঃ)
ডিকোডার
একটি ডিকোডারের লজিক সার্কিটে n সংখ্যক ইনপুট লাইন এবং 2n সংখ্যক আউটপুট লাইন থাকতে পারে ।
এনকোডার
এটি এনকোডারের লজিক সার্কিট এর সর্বাধিক 2n সংখ্যক আউটপুট লাইন থাকতে পারে ।
* ডি মাল্টিপ্লেক্সার এর দুটি বৈশিষ্ট্য লেখ ?
উঃ) ১) ডিমাল্টিপ্লেক্সার একটি কম্বিনেশনাল সার্কিট এবং এর কার্যনীতি মাল্টিপ্লেক্সার এর কার্যনীতি ঠিক বিপরীত ।
২) একটি ডিমাল্টিপ্লেক্সার এর n সংখ্যক সিলেকশন ইনপুট থাকলে আউটপুট লাইনের সংখ্যা হবে 2n ।
* Encoder এর কার্যকারিতা কি ?
উঃ) ১) এনকোডার এর সাহায্যে তথ্যের রুপান্তর করা হয় ।
২) এনকোডার কম্বিনেশনাল সার্কিট কোন তথ্যকে বাইনারিতে রূপান্তরিত করে । যেমন decimal to binary এন কোডার ডেসিমেল সংখ্যাকে বাইনারিতে রূপান্তরিত করে ।
* Decoder এর কার্যকারিতা কি ?
উঃ ) ১) কোন বাইনারি তথ্যকে ব্যবহারকারীর বোঝায় উপযোগী তথ্যকে রুপান্তরিত করে ।
২) এর কার্যপ্রণালী এনকোডার এর কার্যপ্রণালী ঠিক বিপরীত । যেমন ডিকোডারের সাহায্যে বাইনারি সংখ্যাকে ডেসিমেল বা অক্টাল সংখ্যায় রূপান্তরিত করা যায় ।
* এনকোডার এবং ডিকোডার এর একটি করে ব্যবহার উল্লেখ করো ?
উঃ) এনকোডার এর ব্যবহার : octal to binary এনকোডার এর সাহায্যে অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তরিত করা যায় ।
∆ ডিকোডারের ব্যবহার : ডেকোটারের সাহায্যে বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তরিত করা যায় ।
* হাফ সাবট্রাক্টর এবং ফুল সফটওয়্যার এর পার্থক্য লেখ ?
উঃ) হাফ সাবট্রাক্টর ও ফুল সাব ট্রাক্টর এর পার্থক্য নিম্নরূপ :
হাফ সাবট্রাক্টর
১) হাফ সাব-ট্রাক্টর এর সাহায্যে দুটি বিটের বিয়োগফল নির্ণয় করা যায় ।
২) হাফ সাব-ট্রাক্টরের লজিক সার্কিটে একটি xor গেট থাকে ।
ফুল সাবট্রাকটার
১) ফুল সাব ডাক্তারের সাহায্যে তিনটি বিটের বিয়োগফল নির্ণয় করা যায়।
২) ফুল সাব ডাক্তারের লজিক সার্কিটে দুটি xor গেট থাকে ।
* মাল্টিপ্লেক্সার এবং ডি মাল্টিপ্লেক্সার এর পার্থক্য লেখ ?
উঃ) মাল্টিপ্লেক্সার
১) একটি মাল্টিপ্লেক্সারে একাধিক ইনপুট এবং একটি মাত্র আউটপুট থাকে ।
২) মাল্টিপ্লেক্সার একাধিক ইনপুটগুলির মধ্যে থেকে একটি ইনপুটকে সিলেক্ট করে আউটপুটে পাঠায় ।
ডিমাল্টিপ্লেক্সার
১) একটি ডিমাল্টিপ্লেক্সারে একটিমাত্র ইনপুট এবং একাধিক আউটপুট লাইন থাকে ।
২) ডিমাল্টিপ্লেক্সার একটি মাত্র ইনপুটকে একাধিক আউটপুট এর মধ্যে যেকোনো একটিতে পাঠায় ।
* ডিকোডার এবং ডিমাল্টিপ্লেক্সার এর মধ্যে পার্থক্য লেখ ?
উঃ) প্রশ্নটির উত্তর নিজে করতে না পারলে প্রশ্নটি লিখে একটি কমেন্ট করো উত্তরটি দিয়ে দেওয়া হবে ।
* সংযুক্ত বা কম্বিনেশনাল বর্তনী (combinational circuit ) বলতে কী বোঝো ? একটি সাধারণ সংযুক্ত বর্তনের block dyagram অংকন কর ?
উঃ) সংযুক্ত বা কম্বিনেশনাল বর্তনী : একটি কম্বিনেশনাল সার্কিট হল কতগুলি লজিক গেটের সমষ্টি , যা একটি নির্দিষ্ট বুলিয়ান ফাংশানের জন্য প্রদত্ত ইনপুট এর ওপর কার্যসম্পাদন করে আউটপুট প্রস্তুত করে ।
একটি সংযুক্তবর্তনের ব্লক ডায়াগ্রাম : সিকুয়েন্সিয়াল লজিক সার্কিট তথ্য সংরক্ষণ করতে পারে । যেমন ফ্লিপ ফ্লপ একটিিি সিকুয়েন্সিয়াল লজিক সার্কিট । এটিকে মেমোরি উপাদান বলা হয় ।
একটি সংযুক্তবর্তনীর ব্লক ডায়াগ্রাম |
* সংযুক্ত বর্তনীর বৈশিষ্ট্য লেখ ?
উঃ) সংযুক্ত বর্তনীর বৈশিষ্ট্য : (১) একটি সংযুক্ত বর্তনে কতগুলি ইনপুট ভেরিইয়েবল , লজিক গেট এবং আউটপুট ভেরিয়ে বলের সমন্বয়ে গঠিত হয় ।
(২) কোন মুহূর্তে সংযুক্ত বর্তনির আউটপুট , সেই সময়ের ইনপুট এর উপর নির্ভর করে ।
(৩) একটি সংযুক্ত বর্তনী , একটি বুলিয়ান ফাংশনের কার্যসম্পাদন করে ।
(৪) সংযুক্ত বর্তনীর কোন মেমোরি উপাদান নেই , অর্থাৎ সংযুক্ত বর্তনীতে কোন ইনপুট বা আউটপুটের মান সংরক্ষিত থাকে না ।
* অ্যাডার ( adder ) কি ? অ্যাডার এর ভাগ গুলি উল্লেখ কর ।
উঃ) ১) অ্যাডার হলো একটি কম্বিনেশনাল সার্কিট , যার সাহায্যের যোগফল নির্ণয় করা যায় । (২) অ্যাডার এর সাহায্যে সাধারনত দুটি বাইনারি ডিজিটের যোগফল নির্ণয় করা যায় । (৩) অ্যাডার , এরিথমেটিক ইউনিটের একটি গুরুত্বপূর্ণ সার্কিট ।
∆ অ্যাডার এর শ্রেণীবিভাগ : কার্যনীতির উপর ভিত্তি করে অ্যাডার দুই ধরনের । সেগুলি হল (১) হাফ অ্যাডার বা অর্ধ অ্যাডার ( half-adder ) : এইচ সার্কিট দুটি বিটের যোগফল নির্ণয় করে । (২) ফুল অ্যাডার বা পূর্ণ অ্যাডার ( full adder ) : এই সার্কিট তিনটে বিটের যোগফল নির্ণয় করে ।
* হাফ অ্যাডার ( Half Adder ) বলতে কী বোঝ ? হাফ অ্যাডার এর দুটি বৈশিষ্ট্য লেখো । একটি হাফ অ্যাডার এর ব্লক ডায়াগ্রাম অঙ্কন করো ।
উত্তর ) হাফ অ্যাডার : যে কম্বিনেসনাল সার্কিট এর সাহায্যে দুটি বিটের যোগফল নির্ণয় করা হয় , সেই সার্কিটকে হাফ অ্যাডার বলা হয় ।
∆ হাফ অ্যাডার এর বৈশিষ্ট্য : (১) হাফ অ্যাডার এর দুটি ইনপুট লাইন এবং দুটি আউটপুট লাইন থাকে ।
(২) এই সার্কিট দুটি বাইনারি ইনপুট কে যোগ করে এবং আউটপুট হিসেবে যোগফল ( Sum ) এবং ( carry ) উৎপন্ন করে ।
∆ হাফ অ্যাডারএর ব্লক ডায়াগ্রাাম :
X , Y ইনপুট এবং S , C আউটপুট যুক্ত একটি হাফ অ্যাডার এর ব্লক ডায়াগ্রামটি হলো নিম্নরূপ :
হাফ অ্যাডারএর ব্লক ডায়াগ্রাাম |
* ফুল অ্যাডার ( Full Adder ) কি ? একটি অ্যাডার এর ব্লক ডায়াগ্রাম অঙ্কন কর ।
উঃ) ১) যে সংযুক্ত বর্তনীর সাহায্যে তিনটি বিটের যোগফল নির্ণয় করা হয় , সেই বর্তনী কে ফুল অ্যাডার বলা হয় ।
২) এই সার্কিটটি তিনটি ইনপুট এর একটি আউটপুট নিয়ে গঠিত হয় ।
(৩) ফুল অ্যাডার এর তিনটি ইনপুটার দুটি আছে দুটি সংখ্যার বিট থেকে এবং আর একটি আছে পূর্ববর্তী যোগফলের ক্যারি থেকে ।
∆ ফুল অ্যাডার এর ব্লক ডায়াগ্রাম : x,y,z ইনপুট এবং s , c আউটপুটের সমন্বয়ে গঠিত একটি ফুল অ্যাডার এর ব্লক ডায়াগ্রাম :
ফুল অ্যাডার এর ব্লক ডায়াগ্রাম |
* একটি ফুল অ্যাডার এর ট্রুথ টেবিল তৈরি করো ?
উত্তর )
ফুল অ্যাডার এর ট্রুথ টেবিল |
* Half adder এবং Full Adder এর পার্থক্য লেখ ?
উঃ ) Half adder
১) Half adder এর সাহায্যে দুটি বিটের যোগফল নির্ণয় করা হয় ।
২) Half adder এর লজিক সার্কিট একটি and এবং xor গেটের সাহায্যে গঠিত হয় ।
৩) Half adder এর ব্লক ডায়াগ্রাম উপরে ফাস্টে ছবি দিয়ে দেখিয়ে দিয়েছি ওটাই করতে হবে।
৪) হাফ এডার এর যোগফল ( sum ) এবং ক্যারিয়ার বুলিয়ান সমীকরণ গুলি হল
Sum = X+Y , Carry = XY
Full Adder:
১) এর সাহায্যে তিনটি বিটের যোগফল নির্ণয় করা হয় ।
২) এর লজিক সার্কের দুটি and এবং xor গেট এর একটি or গেট
৩) এর ব্লক ডায়াগ্রাম হল উপরে দেখিয়েছি ওটা থেকে এটা করে দাও ।
* সাব ট্র্যাকটার কি ? সাবট্র্যাকটার এর ভাগ গুলি উল্লেখ কর ।
* হাফ সাবট্র্যাকটার বলতে কী বোঝো ? একটি সাবট্র্যাকটার এর block diagram অংকন কর ।
Post a Comment