অর্থনৈতিক ভূগোল
মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমির ব্যবহার ব্যাখ্যা কর :
উত্তর আমেরিকার জমির প্রাকৃতি বহু বিচিত্র । এই বিশাল দেশটির পূর্বাংশে আপালেশিয়ান এবং পশ্চিমাংশে রোকি , সিয়েরা নেভাদা ইত্যাদি পর্বতমালা অবস্থিত । তবে দেশের মধ্যভাগ জুড়ে সমভূমি রয়েছে ।
- এই দেশে পূর্ব দিকের অংশ জুড়ে তিনঅঞ্চল আছে ।
- প্রেইরি তৃণভূমি প্রায় মধ্যাংশে অবস্থান করছে ।
- পশ্চিমাংশে তুন্দ্রা বনভূমি আছে ।
- দক্ষিণ- পশ্চিমাংশে মরুভূমি অবস্থিত ।
- এখানে কৃষি জমির পরিমাণ বেশি , মূলত হ্রদ অঞ্চল তীরবর্তী অংশে প্রেইরি অঞ্চলে কৃষিজমি অবস্থিত ।
- পঞ্চ হ্রদের তিরবত্তী অঞ্চলে খনি গুলি অবস্থিত , যেমন - মেসাবি , ভারমিলিয়ন প্রভৃতি ।
জমির ব্যবহার : উত্তর আমেরিকার প্রাপ্ত 9,269,091 বর্গ কিমি বিস্তৃত জমি কে বিভিন্ন কাজে ব্যবহার করা হয় ।
- কৃষিকাজ : দেশের মোট ব্যবহৃত ভূমিভাগের 24% স্থানে ফসল চাষ করা হয় ।
- চারণভূমি : দেশের ব্যবহৃত ভূমি ভাগের 35% চারণভূমি হিসেবে ব্যবহৃত হয় । মূলত প্রেইরি অঞ্চলেই চারণ ভূমি গুলি গড়ে উঠেছেে।
- অরণ্যকেন্দ্রিক কার্যকলাপ : আমেরিকার বিস্তীর্ণ অরণ্য ভূমি 29% অরণ্যকেন্দ্রিক কার্যকলাপ স্থাপন ইত্যাদি কাজে ব্যবহৃত হয় । তবে বর্তমানে এইভাবে ব্যবহৃত জমির পরিমাণ কমছে ।
- পৌর কার্যকল : দেশের একটা বড় অংশের 12% জমিতে পৌর কার্যকলাপ সাধিত হয় । বর্তমানে এই উদ্দেশ্য জমির ব্যবহার বেড়ে উঠেছে। । ক্ষণীয় শিল্প ক্ষেত্র অধিকৃত জমি নাগরিক কার্যকলাপের অন্তর্গত হয়েছে ।
ভূমি ব্যবহার কাকে বলে বা ভূমি ব্যবহারের গুরুত্ব লেখ (Land Cover) :
ভূমির গুণগত উৎকর্ষতা তথা এর দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক পরিসরের উৎপাদনশীলতার জন্য মৌলিক সম্পদ রূপে মানুষ সমস্ত স্তরের অর্থনৈতিক কাজে একে সুপরিকল্পিত ও সুচিন্তিত ভাবে ব্যবহার করে ।
এর আদর্শ ব্যবহার কোন দেশ বা অঞ্চলের অর্থনৈতিক উন্নতির সহায়ক হয় । বিশ্বব্যাপী জনসংখ্যা বৃদ্ধির ফলে ভূমির ওপর ক্রমশ চাপ বাড়ছে , ব্যবহারের উপযোগী ভূমি সংকুচিত হয়ে আসছে । কোন কোন দেশ একে জল থেকে উদ্ধার করা জীবিকা , সংস্কৃতিক ও বিনোদন ইত্যাদি নানা ক্ষেত্রে ব্যবহার করা হয় যা ভূমি ব্যবহার নামে পরিচিত ।
ভূমি ব্যবহারের অর্থ ও সংজ্ঞা টি লেখ (Meaning And Definition of Landuse) :
মানব সমাজে ভূমি এক মৌখিক সম্পদ । এই সম্পদকে মানুষ নিজের প্রয়োজনে এমনভাবে ব্যবহার করে যে কোন অঞ্চলের বিদ্যমান বাস্তুতান্ত্রিক পরিবেশের সঙ্গে ওখানকার মানুষের পারস্পরিক নেবিড় সম্পর্ক গড়ে ওঠে । সেজন্য মানুষ একই ভূমিকে বিকল্প অনেক কাজে ব্যবহার করতে পারে । যেমন পতিত জমিকে উপযোগী করে বসবাস ,
কৃষিকাজ কিংবা শিল্পের জন্য ব্যবহার করা যায় । তাই , অনেকগুলি প্রধান বিকল্প ভূমি ব্যবহারের মধ্য থেকে মানুষ সর্বাধিক উপযুক্ত বা আদর্শ ভূমি ব্যবহারটিকে বেছে নেয় । মানুষের চাহিদার সঙ্গে সঙ্গে ভুমি ব্যবহারের পদ্ধতি ও ধরন পরিবর্তিত হতে থাকে ।
এজন্য ভূমির রূপান্তর ঘটতেই থাকে । যেমন কোথাও কোথাও কিষি এলাকা শিল্পাঞ্চলে বা শহরাঞ্চলে পরিণত হয় । এভাবে কোন কোন নির্দিষ্ট পদ্ধতি বা ধারার মাধ্যমে ভূমি ব্যবহার ঘটতে থাকে ।
গ্রামাঞ্চল ও শহরাঞ্চলের ভূমির ব্যবহার গুলি লেখ :
- কৃষিকাজ - শস্যক্ষেত্রে ( কষিত ও অকর্ষিত জমি ) , ফলের বাগান , ফুলের বাগান , নার্সারি , পশুপাালন ক্ষেত্র ও চারণভূমি , মাছ চাষের পুকুর , ভেরী জলাশয় ইত্যাদি ।
- বনভূমি - অরণ্য আচ্ছাদিত ভূমি, অরণ্য উদ্ধার করা ভূমি ব্যবহার , বনভূমিকে কেন্দ্র করে সাংস্কৃতিক ও বিনোদনমূলক ভূমি ব্যবহার । যেমন , ও ভাইয়ারণ্য গুলিতে পর্যটন শিল্পের জন্য ব্যবহৃত ভূম । উদাহরণ- পশ্চিমবঙ্গের সুন্দরবন , ( বাঘ ও কুমি ) ও প্রতিদ জমিতে সামাজিক বনসৃজন করা হয় ।
- বাসগৃহ ও রাস্তাঘাট নির্মাণ - গ্রামাঞ্চলে বাস গৃহ ও রাস্তাঘাট তৈরির জন্য জমি বেশি ব্যবহার করা হয় না ।
- অন্যান্য - শ্মশান , কবরস্থান , ভাগার ( মিতো গবাধিপশু ফেলার স্থান ) ইত্যাদি । এইসব ভূমি সাধারণত গ্রামের একধারে প্রত্যন্ত এলাকায় থাকে ।
শহরাঞ্চলে ভূমির ব্যবহারের বৈশিষ্ট্য গুলি লেখ :
শহরাঞ্চলের ভূমি ব্যবহার গ্রামাঞ্চলের ভূমি ব্যবহার থেকে সম্পূর্ণ পৃথক বলা হয় । এর প্রধান কারণ এসব অঞ্চলে অর্থনৈতিক কর্মধারা গ্রামাঞ্চল থেকে পৃথক ।
ফলে ভূমি ব্যবহারের বৈশিষ্ট্য ও আলাদা হয় ।
যেমন - ১) পৌর ভূমি ব্যবহার ধারা প্রাথমিকভাবে ভূমির উন্নয়ন ও রূপান্তরের সঙ্গে জড়িত ।
২) ভমের রূপান্তরের মাধ্যমে তার উৎকর্ষতাকে পূর্বের অপেক্ষা বহুগুণ বাড়ানো হয় । অর্থাৎ জমি অর্থনৈতিক দিক থেকে মূল্যবান হয়ে ওঠে ।
৩) প্রাকৃতিক বাস্তুতন্ত্রের পরিবর্তে ভূমি ব্যবহারে বাস্তুতন্ত্র (Human ecology) গড়ে ওঠে ।
যেমন শহরের কেন্দ্রীয় বাণিজ্য এলাকা ভূমি অফিস আদালত , ব্যাংক - বীমা ; প্রশাসনিক ভবন ইত্যাদির জন্য ব্যবহৃত হয় ।
কিংবা শহরের কেন্দ্রস্থল থেকে দূরে বস্তি বোলায় গড়ে ওঠে । এমনকি শহরের প্রান্ত ভাগে বা শহরতলী অঞ্চলে শাকসবজিও দুগ্ধ উৎপাদন বলে গড়ে ওঠে ।
অন্যভাবেও বলা যায় যে শহরে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় মানুষের বসবাস এলাকা পৃথক হয়।
এভাবে শহরে ভূমি ব্যবহারের এক স্পষ্ট মানব বাস্তুতান্ত্রিক বিভাজন দেখা যায় ।
৪) শহরের ভূমি ব্যবহার জমির অর্থনৈতিক মূল্যের ভিত্তিতে পরিকল্পনামাফিক করা হয় ।
শহরাঞ্চলে প্রধান ব্যবহৃত ভূমি গুলির নাম লেখ :
১) বসবাস - টিন ও টালির ছাউনির বাড়ি ( বস্তি এলাকা ) ।
২) পরিবহন ও যোগাযোগ - পাকা রাস্তা , রেলপথ , রেল ইয়াড ও করসেড , বিমানবন্দর , বাসগ্যারেজ টার্মিনাল ইত্যাদি ।
৩) শিল্প (৪) প্রতিষ্ঠান (৫) সাংস্কৃতিক কেন্দ্র ও বিনোদন
(৬) অন্যান ইত্যাদ ।
গ্রামাঞ্চলে ভূমির ব্যবহারের বৈশিষ্ট্য গুলি লেখ :
গ্রামাঞ্চলের ভূমি ব্যবহারের প্রধান বৈশিষ্ট্য এই যে
১) ভূমির মূল চরিত্র বা বৈশিষ্ট্য যথাসম্ভব অপরিবর্তিত বা অক্ষুন্ন রাখা হয়।
২) প্রাকৃতিক পরিবেশ তথা বাস্তু তান্ত্রিক ভারসাম্য যথাসম্ভব বজায় থাকে তার লক্ষ্য রাখা হয়।
৩) সামগ্রিকভাবে সাংস্কৃতিক ভূ দৃশ্য অপেক্ষা প্রাকৃতিক ভূ-দশ্য বেশি চোখে পড়ে ।
৪) ভূমি ব্যবহারে ধারা ও ধরন মূলত ভূমির প্রধান চরিত্র ও গুনাগুন অনুযায়ী করা হয় ।
খুব কম ক্ষেত্রে বা বিশেষ বিশেষ ক্ষেত্রে এর ব্যতিক্রম ঘটে । যেমন জলাশয় গুলি মাছ চাষ , সেচের জলের জন্য ব্যবহৃত হয় । এগুলিকে ভারাট করে কৃষিজমি
বা বাসস্থানের প্রয়োজনে ব্যবহার করা হয় না ।
৫) গ্রামাঞ্চলের ভূমি ব্যবহার প্রধানত প্রাকৃতিক সম্পদের ব্যবহারের সঙ্গে জড়িত । কারণ এসব অঞ্চলে মানুষের অর্থনৈতিক কর্মধারা প্রাকৃতিক সম্পদের প্রাপ্যতার ওপর নির্ভরশীল ।
৬) ঘুমের গুনাগুন অনুযায়ী কাম্য বা আদর্শ ভূমি ব্যবহার করা হয় ( যেমন উর্বর জমিতে কৃষি কাজ , মুচু বা জলসার ধারে বাসস্থান কিংবা বন্ধা জমি শ্মশান , ভাগাড়ের জন্য ব্যবহৃত হয় ) ।
চীনের ভূমির ব্যাখ্যা কর :
এশিয়া মহাদেশের বৃহত্তম দেশ হলো চীন । সুউচ্চ পর্বত , মালভূমি ও মরুভূমি ও অল্প পরিমাণ সমভূমি সহ এদেশের বিস্তার 9,596,960 বর্গ কিমি ।
চীনের মোট ভূমি আচ্ছাদনের মধ্যে প্রায় 22% ভূমি ও ব্যবহারিত অবস্থায় পড়ে থাকে । এই অব্যবহ্যবাহিত অংশ হল উত্তরে গোবি মরুভূমির অন্তর্গত উত্তর-পশ্চিমে তারিম বেশিন অংশ বাদ দিয়ে টাকলা মাখান মরুভূমি এবং পশ্চিম মধ্য থেকে পশ্চিমে ও দক্ষিণে বিস্তৃত কিং ভাই তিব্বত মালভূমি । উত্তর পশ্চিমের মরুদ্যান অংশে সামান্য কৃষিকাজ হয়ে থাকে । কিং ভাই তিব্বত মালভূমি 60 শতাংশ ভূমি তিন আচ্ছাদিত। ও 26 শতাংশ
ভূমি ও ব্যবহারিত থাকে । এসব অংশের জনবসতি খুবই কম , ফলে ভূমি মূলত অব্যবহিত থাকে।
অ কাটা ঝোপঝাড়ে পরিপূর্ণ তৃণভূমি প্রায় ২১% স্থানে বিস্তৃত ।
মূলত এই দুই অঞ্চল ছাড়া চীনের মধ্যভাগ থেকে উত্তর দক্ষিনেও পূর্ব দিকে সমগ্র অংশ জুড়ে কৃষির জন্য ছত্রিশ পারসেন্ট ব্যাপক ভূমি ব্যবহার লক্ষ্য করা যায় ।
পূর্ব মধ্যভাগে হুয়াং- হুয়াই সমভূমি ও ইয়াংসি নদী বদ্বিপ হল গুরুত্বপূর্ণ কৃষি বলয় ।
Post a Comment