HS Geography Suggestions 2023
উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৩
* কোন শহরের কেন্দ্রীয় বাণিজ্য অঞ্চল বলতে কী বোঝো ?
* সবুজ গ্রাম কি ?
* দ্বিমত কাঁচামাল ভিত্তিক একটি শিল্পের উদাহরণ দাও ?
* ভারতের একক বৃহত্তম শিল্পতির নাম লেখ ?
* টর্নেডো কি জাতীয় প্রকৃতির দুর্যোগ ?
* শস্য বর্তন কাকে বলে ?
* কোকোনাট ট্রাই অ্যাঙ্গেল কাকে বলে ?
* মৃত্তিকা পরিলক্ষের A ও B স্তরকে একত্রে কি বলা হয় ?
* মালচিং কি
* প্রাকৃতিক সৌর পর্দা কাকে বলে
* বিনোদনের জলবায়ু কোন জলবায়ুকে বলে
* টেরারোসা কি
* ভূ অভ্যন্তরে যে শিলাস্তর জল শোষণ সরবরাহ অক্ষর তাকে কি স্তর বলে
( 7×5= 35 )
১) সমুদ্র তরঙ্গের ক্ষয় কার্যের ফলে সৃষ্ট যেকোনো চারটি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো । অ্যাকুইফার ও ভাদোশ স্তর বলতে কী বোঝো ?
২) উইলিয়াস মরিশ ডেভিস বর্নিত ক্ষয়চক্র তত্ত্বটি আলোচনা কর । মৃত্তিকা সৃষ্টিতে আদি শিলার প্রভাব আলোচনা কর ।
* লবণাম্বু উদ্ভিদের অভিযোগক গত বৈশিষ্ট্য গুলি লেখ । দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য গুলি উল্লেখ কর ।
* ব্যাপক কৃষি প্রধানত রপ্তানি ভিত্তিক হওয়ার কারণ কি ? মিশর উচ্চমানের কার্পাস চাষে উন্নতি লাভ করেছে কেন ? কার নেতৃত্বে ভারতের সবুজ বিপ্লবের সূচনা হয় ?
* পশ্চিম ভারতের পেট্রোরসায়ন শিল্পের বিকাশের কারণগুলি লেখ । মালেশিয়া রাবার শিল্পে উন্নত কেন ? কাগজ শিল্পের কাঁচামাল গুলির নাম লেখ ।
৩) ঘূর্ণবাত ও প্রতীক ঘূর্ণবাতের পার্থক্য গুলি লেখো । জৈব বৈচিত্র্য বিনাশ এ মানুষের ভূমিকা বিশ্লেষণ করো । বিলুপ্ত প্রজাতি কাকে বলে ?
*উন্নয়নশীল দেশগুলি বয়ং লিঙ্গ পিরামিডের বৈশিষ্ট্য লেখ । পরিকল্পনা অঞ্চল কাকে বলে ? বেঙ্গালুরু ইলেকট্রনিক্স শিল্পে উন্নত হওয়ার দুটি কারণ লেখ ।
* জন বন্টন ভৌগোলিক পরিবেশের প্রভাব আলোচনা কর । ভারতের আদমশুমারি অনুযায়ী পৌর জাতির সংজ্ঞা দাও । গোষ্ঠীবদ্ধ বস্তি গড়ে ওঠার একটি প্রাকৃতিক কারণ উল্লেখ কর ।
Post a Comment