* নৌ বিদ্রোহের অন্যতম প্রধান গুরুত্ব কী ছিল ?
উঃ) নৌ বিদ্রোহের পর ব্রিটিশ সরকার বুঝতে পারে যে ভারতীয় সেনাদের উপর নির্ভর করে আর ভারত শাসন সম্ভব নয় তাই ভারতে ইংরেজ শাসনের দিন শেষ হয়ে এসেছে। সেই জন্য বাধ্য হয়েই ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যাটলি স্বাধীনতা হস্তান্তের জন্য ভারতে মন্ত্রী মিশন পাঠান ।
* কার নির্দেশে নও সেনারা আত্মসমর্পণ করেন ?
উঃ) সরদার বল্লভ ভাই প্যাটেলের নেতৃত্বে ১৯৪৬ খ্রিস্টাব্দে ২৩ মে ।
* সি আর ফর্মুলা কি ?
উঃ) গান্ধী অনুগামী মাদ্রাজের চক্রবর্তী রাজা গোপাল আচারি ১৯৪৪ খ্রিস্টাব্দে মার্চে জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে মতভেদপুর করতে একটি আসু সমাধান সূত্র প্রকাশ করেন । এটি চক্রবর্তী রাজা গোপাল আচারি সমাধান সূত্রের বা শ্রী আচার্য ফর্মুলা নামে পরিচিত ।
* ওয়াভেল পরিকল্পনা বলতে কী বোঝো ?
উঃ) দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন রাজনৈতিক পরিস্থিতিতে গান্ধী জিন্নাহ বৈঠক ব্যর্থ হলে গোবর্ধনাল জেনারেল লর্ড ওয়ালওয়ে ১৯৪৫ খ্রিস্টাব্দে ১৪ জুন একটি পরিকল্পনার মাধ্যমে এই অবল অবস্থা দূর করতে সচেষ্ট হন , আর এই পরিকল্পনা ওয়াভেল পরিকল্পনা নামে পরিচিত ।
* শিমলা বৈঠক কি ?
উঃ) গভর্নর জেনারেল লর্ড ওয়াভেল ব্রিটিশ ভারতের ক্ষমতা হস্তান্তর ও সংবিধান রচনা সংক্রান্ত বাস্তবের রূপ দিতে ১৯৪৫ খ্রিস্টাব্দে ২৫ মে জুন শিমলার একটি সর্বকালীন বৈঠকের আহ্বান করেন এটি সিমলা বৈঠক নামে পরিচিত ।
* সিমলা বৈঠকে কারা প্রতিনিধিত্ব করেন ?
উঃ) কংগ্রেসের পক্ষে মৌলানা আবুল কালাম আজাদ এবং মুসলিম লীগের পক্ষে মোঃ আলী জিন্নাহ ।
* ক্যাবিনেট মিশন কেন ভারতে আসে ?
উঃ) ভারতের স্বাধীনতা কত সংক্রান্ত আলাদা আলোচনার জন্য ব্রিটিশ মন্ত্রিসভার সদস্য পথিক লরেন্স , নৌবাহিনী প্রধান এ ভি আলেকজান্ডার ও স্টামাক পৃন্স। কে নিয়ে গঠিত উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যাডেট বা মন্ত্রী মিশন ১৯৪৬ খ্রিস্টাব্দে ২৪ মে ভারতে আসে ।
* ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন কবে গঠিত হয় এ মিশন ভারতে কেন আসে ?
উঃ) ১৯৪৬ খ্রিস্টাব্দে ২০ ফেব্রুয়ারি মিশন গঠিত হয় ।
* ক্যাবিনেট মিশনের তিনজন সদস্যের নাম লেখ ?
উঃ) ভারত সচিব প্যাথিক লরেন্স , নৌবাহিনীর প্রধান এ ভি আলেকজান্ডার , এবং বাণিজ্য বোর্ডের সভাপতি স্যার ফোর্স ক্লিপস ।
* কে কবে প্রত্যক্ষ সংগ্রাম ডি কোর্সের দাবা দেয় ?
উঃ) মোহাম্মদ আলী জিন্নাহ ১৯৪৬ খ্রিস্টাব্দে ১৬ আগস্ট ।
* দ্য গ্রেট ক্যালকাটা কিলিং বলতে কী বোঝো ?
উঃ) ১৯৪৬ খ্রিস্টাব্দে ১৬ আগস্ট মুসলিমলীগের আহবানে প্রত্যক্ষ সংগ্রাম দিবস পালিত হয় ভারত বর্ষ সর্বত্র তার শান্তিপূর্ণভাবে পালিত করে, তিন দিন কলকাতার ব্যাপক সম্প্রদায় দাঙ্গা ও হত্যা কান্ড ঘটে এবং প্রায় পাঁচ হাজার নাগরিক নিহত হয় দ্য স্টারসমেন পত্রিকা এ ঘটনাকে দ্যা গ্রেট ক্যালকাটা কিলিং বলে অভিহিত করেছে ।
* সংবিধান সভায় কমিউনিস্ট পার্টির সদস্য কে ?
উঃ) সোমনাথ লাহুরী।
* স্বাধীন ভারতের নতুন সংবিধান গণ পরিশ্রমে কবে গঠিত হয় কবে কার্যকরী হয় ?
উঃ) গৃহত হয় ১৯৪৯ খ্রিস্টাব্দে ২৬ নভেম্বর এবং কার্যকর হয় ১৯৪৯ খ্রিস্টাব্দে ২৬ জানুয়ারি ।
* জাপানের মৌল নীতি কি ?
উঃ) পূর্ব এশিয়ার চীনের সাহায্যে জাপান সেখানে শান্তি করতে সক্ষম এবং জাপান , চীন ও মাঞ্চুরিয়া এই তিনটি দেশ যৌথভাবে ফেডারেশন গঠন করার মাধ্যমে শান্তি রক্ষার কাজে নিয়োজিত থাকবে ১৯৩৪ খ্রিস্টাব্দে জাপানে এই ঘোষণা জাপানে মন্দ্র-নীতি নামে পরিচিত ।
* নেই যে পুনরুদ্ধার কাকে বলে ?
উঃ) প্রবল জনমতের চাপে জাপানের শ্রবণ গতি ১৮৬৮ খ্রিস্টাব্দে তাদের ক্ষমতা সম্রাট ৭ মোহিত কে সমর্পণ করে, মার সহিত পুরাতন তন্ত্রের অবসানের উদ্দেশ্যে জাপানে একশত দিবস ধরে নানা সংস্কার ঘোষণা করেন তার এই পদক্ষেপ তার জাপান শক্তিশালী দেশ রূপে আত্মপ্রকাশ করে এই ঘটনা জাপানের ঐতিহাসিক সেই যে পুনরুদ্ধার নামে পরিচিত ।
* সবুর তন্ত্র বলতে কী বোঝো ?
* লুকি – চি – ই ঘটনা কি ?
উঃ) ১৯৩৭ খ্রিস্টাব্দের ৭ জুলাই পিকিং এর কাছে অবস্থিত লুকিয়েছি আউট গ্রামে চিনা ও জাপানের শরীরের মধ্যে সংঘর্ষ ঘটে এটাই লুকি – চি – ই ঘটনা নামে পরিচিত ।
* জাপান দেশ পাল হারবারে কবে বোমাবর্ষন করে ?
উঃ) আমেরিকা জাপানকে জ্বালানি তেল ও সামারি বা অন্য সরবরাহ করে দেয় এবং প্রশান্ত মহাসাগর জাপান পণ্য বিক্রি বন্ধ করে দেয় এতে ক্ষিপ্ত হয়ে জাপান পাল হারবার এবং বর্ষন করে ।
* ভিয়েত মিন কি ?
উঃ) যে সুইচ মেন ভিয়েতনামি শক্তি যোদ্ধাদের দিয়ে ১৯৪১ খ্রিস্টাব্দে ।
* সানি ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কে ছিলেন ?
উঃ) রাষ্ট্রপতি ডক্টর সুকর্ণ ও প্রধানমন্ত্রী মোঃ হাততা ।
* মার্কেনটাইবাদ বলতে কী বোঝো ?
* বাণিজ্যিক মূলধন বা বাণিজ্যিক পূজি পলি কাকে বলে ?
* লগ্নিপুঁজি বলতে কী বোঝো ?
* শ্বেতাঙ্গদের বোঝা বলতে কী বোঝো ?
* ক্যান্টন বাণিজ্য কাকে বলে ?
* কাও তাও প্রথা কি ?
* পলাশির লুণ্ঠন কাকে বলে ?
* আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন ?
* প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে ?
* মোহামেডান আংলো ওরিয়েন্টাল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন ?
* অল ইন্ডিয়া ডিপ্রেশেড ক্লাবের কংগ্রেস এর প্রতিষ্ঠাতা কে ?
* উডের নির্দেশ নামা বলতে কী বোঝো ?
* মহাদ মার্চ কি ?
উঃ) ডঃ বি আর আম্বেদকর ছিলেন মাহাদ সম্প্রদায় ভক্ত তিনি 1927 খ্রিস্টাব্দের মহারাষ্ট্র ের পোলা জেলার পানীয় জলের ব্যবহারকে কেন্দ্র করে অনুন্নত মাহাদদের নিয়ে যে সত্যাগ্রহ আন্দোলন প্রচার করেছিলেন তা মাহাদ মার্চ বা মাহাত সত্যাগ্রহ নামে পরিচিত ।
* মিরাট ষড়যন্ত্র মামলা বলতে কী বোঝো ?
উঃ) ১৯২৯ খ্রিস্টাব্দে ২০ মার্চ ব্রিটিশ সরকার শ্রমিক আন্দোলন ধ্বংস করার জন্য ভারতের নানা অঞ্চল থেকে ৩৩ জন কমিউনিস্ট নেতাকে গ্রেপ্তার করে এবং তাদের বিরুদ্ধে যে মামলা দায়ের করে তাকে মিরাট ষড়যন্ত্র মামলা বলে ।
* উত্তর ভিয়েতনামের কমিউনিস্ট বাহিনী কি নামে পরিচিত ছিল ?
( 5×8 = 40 )
* উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন - লেনিনের তথ্য আলোচনা করো ।
* পেশাগত ইতিহাস বলতে কী বোঝায় ? অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য লেখ
* মিথ ও লিজেন্ড বলতে কী বোঝো ? অতীত বিষয়ে মানুষের ধারাকে এরা কিভাবে রূপায়ণ করে
* ঔপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা কর ।
* ভারতে রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা কর ।
* ব্রিটিশ শাসনে ভারতে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের বিবরণ দাও ।
* ১৯১৯ সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্য ও ত্রুটিগুলি আলোচনা কর ।
* ১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখো ।
* ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান পর্যালোচনা কর ।
* জোট নিরপেক্ষ আন্দোলনের মূল্যায়ন কর ।
* কোরীয় যুদ্ধের ( ১৯৫০ খ্রিস্টাব্দ ) ফলাফল ও তাৎপর্য কি ছিল ?
* বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরিচয় দাও । এই যুদ্ধে ভারতের ভূমিকা কি ছিল ?
Post a Comment